হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ১৫ বছর ধরে লাল-সবুজের ফেরিওয়ালা কৃষক মাতবর  

জয়পুরহাট প্রতিনিধি

‘পতাকা রাখেন, জাতীয় পতাকা। ছোট-বড়-মাঝারি বিভিন্ন মাপের জাতীয় পতাকা। এ ছাড়াও নিতে পারেন হাত পতাকা, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের ছবিযুক্ত হাত বেসলেট, মাথায় বাঁধার ফিতা, স্টিকার ব্যাচ, পিতলের ব্যাচ...’

জয়পুরহাট জেলা শহরের পথে পথে ফেরি করে এভাবেই জাতীয় পতাকা বিক্রি করছেন একজন মধ্যবয়সী। তাঁর নাম হেমায়েত মাতবর। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। প্রায় ১৫ বছর ধরে এভাবেই জাতীয় পতাকা ফেরি করে বিক্রি করেন তিনি। 

হেমায়েত মাতবর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পেশায় মূলত একজন কৃষক। তা সত্ত্বেও, প্রতি বছর ডিসেম্বরের প্রথম থেকে ১৬ তারিখ, ফেব্রুয়ারির প্রথম থেকে ২১ তারিখ এবং মার্চের প্রথম থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন শহর বন্দরের-জনবহুল স্থান, ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ফিরে, পায়ে হেঁটে, ফেরি করে আমি জাতীয় পতাকা বিক্রি করে থাকি। এবার আমিসহ আরও দুজন জাতীয় পতাকা বিক্রি করতে জয়পুরহাটে এসেছি।’ 

পতাকা বিক্রি করতে তাঁরা জয়পুরহাট জেলা সদরের শান্তিনগর এলাকায় অবস্থিত ‘তাজ বোর্ডিংয়ে’ উঠেছেন। 

হেমায়েত মাতবর আরও বলেন, ‘এবার আমরা তিনজন মিলে ৫৫ হাজার টাকার জাতীয় পতাকাসহ অন্যান্য পণ্য বিক্রি করার জন্য জয়পুরহাটে এসেছি। আমাদের কাছে সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা মূল্যের জাতীয় পতাকা এবং পতাকার ছবি সংযুক্ত বিভিন্ন পণ্য আছে। বেচাবিক্রি আশানুরূপ হচ্ছেনা। দুবছর আগে এ জেলাতেই ৩ লাখের বেশি টাকার জাতীয় পতাকা বিক্রি করেছি। এবার যেভাবে বিক্রি হচ্ছে, তাতে সব মালপত্র বিক্রি হবেনা বলে মনে হয়না। আমাদের এসব পণ্যের প্রধান ক্রেতা স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ছোট ছোট শিশু, বিভিন্ন ধরনের ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।’ 

নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিশাত বলে, ‘১০ টাকা দিয়ে একটি ছোট জাতীয় হাত পতাকা কিনেছি। আমার দেশের পতাকা খুবই সুন্দর। ১৬ ডিসেম্বর বন্ধুদের সাথে এ পতাকা হাতে নিয়ে স্কুলে ঘুরব। এতে আনন্দ ও গর্বে ভরে উঠবে মন।’ 

জেলার আক্কেলপুর উপজেলার মিউচুয়াল ট্রাস্ট ব্যাকের কর্মকর্তা রাজিম হোসেন জানান, তিনি তাঁর ৬ বছর বয়সী ছোট বোন মাসরুফার জন্য ১০ টাকা দিয়ে একটি জাতীয় পতাকা কিনেছেন। এটি হাতে সে সহপাঠীদের সঙ্গে বিজয় দিবসের অনুষ্ঠানে যাবে। 

রড-সিমেন্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘এদেশ স্বাধীন করার জন্য যেসব বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। তাঁদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতেই আমি ১৬ ডিসেম্বরসহ জাতীয় দিবসগুলোতে দোকানে জাতীয় পতাকা টাঙাই। সকল দেশপ্রেমিক ব্যবসায়ীরাই এ কাজ করে থাকেন বলে আমি বিশ্বাস করি।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক