হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-৩: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিল নৌকার সমর্থকেরা

নাটোর প্রতিনিধি

নাটোর-৩ (সিংড়া) আসনের চামারি ইউনিয়নের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার হাত থেকে ঈগল প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থীর এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী শফিকুল ইসলাম শফিকের এজেন্ট সানোয়ার হোসেন এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে আমাকে ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বলা হয়। রাতে আমি ঈগল প্রতীকের ছয়জন এজেন্টের কাগজ নিয়ে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার রুমে গিয়ে তাঁর হাতে কাগজপত্র জমা দিই। এ সময় ওই এলাকার নৌকার সমর্থক কামরুল ইসলাম ঝান্টু, আবুল কালাম আজাদ, আহম্মদ আলী, শামীম হোসেনসহ বেশ কয়েকজন কাগজগুলো কেড়ে নেয়। পরে তারা আমাকে তাড়িয়ে দেয়।’

এ বিষয়ে জানতে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ড. নুর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট কামরুল হাসান বলেন, ‘ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দিতে বাধা দিয়েছে নৌকার সমর্থকেরা। আমার জানামতে, ওই কেন্দ্রে আমাদের কোনো এজেন্ট নেই। আমরা নতুন কাগজ দেব ওই কেন্দ্রের জন্য।’

এ ব্যাপারে জানতে নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা রুহুল আমিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪