হোম > সারা দেশ > নাটোর

প্রশ্নপত্র দেখানোর প্রলোভন স্কুলছাত্রীকে ধর্ষণ, ১ ব্যক্তির যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত হযরত আলী আদালত প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর প্রলোভন এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়া হবে।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, হযরত এলাকায় প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ওই ছাত্রী হযরতের কাছে প্রাইভেট পড়ত। ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট পড়ানো শেষে হযরত আলী সব শিক্ষার্থীকে ছুটি দেন। তবে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন ভুক্তভোগী ওই ছাত্রীকে নিজের বাসায় নিয়ে যান।

পরে সে সেখানে তাকে জোর করে ধর্ষণ করে কাউকে কিছু না বলতে ভয় দেখান। পরে বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি তদন্তপূর্বক অভিযোগ পত্র দাখিলের পর বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা