হোম > সারা দেশ > নাটোর

প্রশ্নপত্র দেখানোর প্রলোভন স্কুলছাত্রীকে ধর্ষণ, ১ ব্যক্তির যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত হযরত আলী আদালত প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা

নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর প্রলোভন এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়া হবে।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, হযরত এলাকায় প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ওই ছাত্রী হযরতের কাছে প্রাইভেট পড়ত। ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট পড়ানো শেষে হযরত আলী সব শিক্ষার্থীকে ছুটি দেন। তবে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন ভুক্তভোগী ওই ছাত্রীকে নিজের বাসায় নিয়ে যান।

পরে সে সেখানে তাকে জোর করে ধর্ষণ করে কাউকে কিছু না বলতে ভয় দেখান। পরে বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি তদন্তপূর্বক অভিযোগ পত্র দাখিলের পর বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল