হোম > সারা দেশ > বগুড়া

নিজ বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

বাড়ির উঠান থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া (বি-ব্লক) এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবুল কালাম ওরফে কালা মিয়া (৭৫)। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা বেগম (৬৫) আজকের পত্রিকাকে বলেন, রাতে তিনি স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতের দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হন কালা মিয়া। তিনি ঠিকমতো চোখেও দেখতেন না। ফজরের আজানের সময় দেখেন তাঁর স্বামী বাড়ি ফেরেননি। পরে বাড়ির অন্য সদস্যদের নিয়ে বাইরে বের হতেই দেখতে পান তাঁর স্বামীর গলাকাটা লাশ উঠানে পড়ে আছে।

জাহানারা আরও বলেন, জমি নিয়ে তাদের এক গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছে। এর জেরে তাঁর স্বামীকে হত্যা করা হতে পারে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম সাংবাদিকদের বলেন, ‘নিহতের পরিবার এবং আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছি। তদন্ত চলছে। এখনই কিছু বলতে পারছি না।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড