হোম > সারা দেশ > বগুড়া

‘স্বপ্নে’ চাকরি পেলেন বগুড়ার সেই আলমগীর

বগুড়া প্রতিনিধি

রিটেইল চেইন ‘স্বপ্ন’-এ চাকরি হয়েছে ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর কবিরের। আজ বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন স্বপ্ন-এর রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গৃহশিক্ষক আলমগীর কবিরের চাকরির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান রিটেল চেইন ‘স্বপ্ন’-এর রিসার্চ অ্যাসোসিয়েট পদে তাঁকে চাকরি প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন মো. সামসুদ্দোহা শিমুল।

এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।  

দুপুর ১২টার দিকে আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা আলমগীরের সঙ্গে কথা বলেন এসপি। এ সময় তাঁর কাছে থেকে বিস্তারিত কথাবার্তা শোনেন এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এসপি আজকের পত্রিকাকে বলেন, ‘কথা বলার জন্য তাঁকে আমার কার্যালয়ে ডেকেছি। কথা বলে মনে হয়েছে, তাঁর চাকরি দরকার।’   

সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও বলেন, ‘আপাতত পোস্টার ছাপানোর ব্যাপারে তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে, তিনি মানসিকভাবে স্ট্যাবল না।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড