হোম > সারা দেশ > বগুড়া

সারিয়াকান্দিতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার রাত ৮টায় পাকেরদহ বাজারে এই সংঘর্ষ হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম বেলাল শেখ (৩৫)। তিনি পাকেরদহ গ্রামের লাল মিয়া শেখের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন পাকেরদহ গ্রামের তোফাজ্জল শেখের ছেলে শামজাহার শেখ (৩৬), তারিফউদ্দিন শেখের ছেলে তোফাজ্জল শেখ (৬০), তোতা শেখের ছেলে কাশেম শেখ (৩২), রফিক শেখের ছেলে মুকুল শেখ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ চরের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী টিউবওয়েল মার্কার রফিকুলের কর্মী-সমর্থকদের সঙ্গে মোরগ মার্কার সদস্য পদপ্রার্থী রফিক শেখের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে বেলাল শেখ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

আহতদের মধ্যে শামজাহার শেখ আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অপর আহত তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় জামালপুর হাসপাতালে ভর্তি আছেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আজ সকালেই সেখানে কয়েকজন অফিসারসহ পুলিশের টিম পাঠানো হয়েছে। তাঁরা ফিরলে বিস্তারিত জানা যাবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ