হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বিথি খাতুন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির ধসে পড়া দেয়ালের চাপায় বিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। সে সময় বিথি বাড়ির ওই দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে বিথি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিথির চাচাতো ভাই আব্দুল হালিম বলেন, বিথি খাতুন ছিল বাবা-মায়ের বড় সন্তান। তার ছোট ভাই রয়েছে। বাবা-মায়ের বড় সন্তান হওয়ায় আদরেই বড় হচ্ছিল। কিন্তু কী থেকে কী ঘটে গেল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়