হোম > সারা দেশ > রাজশাহী

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে নিজাম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালে স্বামীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের মা মাসুদা বেগম বলেন, ‘গত ৮ বছর আগে নিজামের সঙ্গে মেয়েকে বিয়ে দিই। বিয়ের সময় নগদ এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। পরিবার অসচ্ছলতার কারণে বাকি ২০ হাজার টাকা দিতে পারিনি। এই টাকার জন্য নিজাম প্রায় আমার মেয়েকে মারধর করত। দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই দিন আগে আবার ফিরিয়ে নিয়ে যায়।’ 

মাসুদা বেগম আরও বলেন, ‘যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। এরপর লাশের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাজাতে ঘরের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখে।’ 

নিহতের ভাই রানা হামিদ বলেন, ‘বোনের স্বামী নিজাম ও পরিবারের লোকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। নিজাম ও তার মা-বাবাকে আসামি করে থানায় হত্যা মামলা করেছি।’ 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার