হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়েশা খাতুনকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। আজ শনিবার সকাল ১০টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পালাতক রয়েছেন। তবে আজ শনিবার দুপুরে এ ঘটনায় নিহতের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেছেন।

আয়েশা খাতুন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের জুয়েল প্রামাণিকের মেয়ে। তাঁর স্বামী মোসলেম উদ্দিন একই গ্রামের হাতেম আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, আজর সকাল থেকে কাদিরপুর গ্রামের উত্তর পাশের একটি ফসলি মাঠে কোদাল দিয়ে কাজ করছিলেন মোসলেম উদ্দিন। সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী আয়েশা খাতুনকে মাঠের মধ্যে ডেকে নেন তিনি। একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।

তখন উত্তেজিত হন মোসলেম উদ্দিন। আর সেই উত্তেজনার বসেই নিজের স্ত্রীর মাথায় কোদাল দিয়ে কোপ দেন মোসলেম উদ্দিন। এতে ঘটনা স্থলেই নিহত হোন আয়েশা খাতুন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল