হোম > সারা দেশ > নাটোর

পদ্মায় নিখোঁজ শিশু উদ্ধার হয়নি

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়া পাপড়িকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। 

নিখোঁজ হওয়া পাপড়ি ওই গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে। পাপড়ি নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ পাপড়ির খালা কোহিনুর বেগম বলেন, তাঁর মেয়ে রানী ও বোনের মেয়ে পাপড়ি দুপুর ১টায় স্কুল থেকে ফিরে একত্রে গোসল করতে নদীতে যায়। প্রবল স্রোত থাকায় তারা পানিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে রানীকে উদ্ধার করা গেলেও পাপড়ি স্রোতে ভেসে যায়।

পাপড়ির বাবা জুলহাস উদ্দিন পাখি বলেন, স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে পাপড়িকে উদ্ধারের চেষ্টা করেছে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তাঁরা রাত ৮টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু পাপড়ির সন্ধান না পেয়ে আজ সকাল থেকে তাঁরা আবারও উদ্ধার কাজ শুরু করেছেন।

লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা একত্রে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ পাপড়ির দেহ এখনো উদ্ধার হয়নি। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল উদ্ধার কাজ শুরু করেন। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা উদ্ধার কাজ চালিয়ে পাপড়ির সন্ধান পাননি। তাই নিখোঁজের সন্ধানে আবারও আজ সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করে।  

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু