হোম > সারা দেশ > নাটোর

ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ইসলামি জলসা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা থানায় মামলা করেছেন। আজ রোববার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার এক বাগানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল হোসেন (৩০) ওই উপজেলার বাসিন্দা। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ মে শুক্রবার তেলকুপি উচ্চবিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ইসলামি জলসা শুনতে গিয়েছিল ওই তরুণী ও তাঁর এক বান্ধবী। জলসা থেকে তরুণীকে ভ্যানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন বন্ধু রুবেল হোসেন ও তার দুই সহযোগী। রুবেল একটি নির্জন আম বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রুবেলের আরও দুই সহযোগী ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসে। পরে তারা পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, নির্যাতিত ওই তরুণী বিবাহিত। রুবেলসহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু