হোম > সারা দেশ > রাজশাহী

দুকূলই হারালেন দুলাল মাস্টার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশায় স্বেচ্ছায় শিক্ষকতা পেশা ছেড়ে ছিলেন নুর-ঊন-নবী মণ্ডল ওরফে দুলাল মাস্টার। কিন্তু জনপ্রতিনিধি হওয়ার সে আশা আর পূরণ হলো না তাঁর। গতকাল রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। 

নির্বাচনে দুলাল মাস্টার পান ৬ হাজার ৯২৭ ভোট। আর বিজয়ী প্রার্থী মনোয়ার হোসেন মিঠু পান ৮ হাজার ৯৫১ ভোট। দুলাল পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে। 

জানা যায়, দুলাল মাস্টার ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বেও তাঁর অনেক প্রভাব রয়েছে। 

জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন তাঁর দীর্ঘদিনের। এ জন্য তিনি স্থানীয় ময়দানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থাকা অবস্থায় গত বছরের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। 

এর আগে তিনি ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকা অবস্থায় খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। 

এ বছর চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষণা করা হলে তিনি দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা চালান। এলাকার প্রবীণ রাজনীতিবিদ আসাদুর রহমান আসাদকে পেছনে ফেলে দলের মনোনয়নও পান তিনি। 

এ সময় নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়ার আশঙ্কায় নিজের দুই স্ত্রীকে দিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করিয়ে এলাকায় আলোচনার জন্ম দেন দুলাল মাস্টার। যাচাই-বাছাই শেষে নিজে প্রার্থী হওয়ার পর দুই স্ত্রীকে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেন। তাঁরপর দলের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনে প্রচারণায় নামেন তিনি। 

তাঁর ধারণা ছিল নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন। কিন্তু রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচনে ফলাফল প্রকাশ হলে দেখা যায়, বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি ২ হাজার ২৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার