নাটোরের নলডাঙ্গায় দুই ভ্যানের সংঘর্ষে ছিটকে পড়ে ট্রলি চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহীন আলম আলমগীর (৭০) নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শেরকুল-নলডাঙ্গা সড়কের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক সেনা সদস্য নাটোরের সিংড়া উপজেলার উত্তর ডাকঢোর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে সাবেক সেনা সদস্য আলমগীর বাড়ি থেকে বের হয়ে ব্যাটারিচালিত ভ্যানে নলডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। পথে শেরকুল-নলডাঙ্গা সড়কের আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুই ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় আলমগীর ছিটকে গরুবাহী ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ গিয়ে সাবেক এই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।