হোম > সারা দেশ > রাজশাহী

সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব: পলক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব এবং জনকল্যাণমুখী। বিএনপি এই আইন না বুঝেই সমালোচনা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যেই সমালোচনা করছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আইনটি নিয়ে সমালোচনা করছে তারা বিষয়টি না জেনেই করছেন। সাইবার সিকিউরিটি আইনের প্রতিটি ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর সেটি নিয়ে সমালোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।’ 

পলক বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনটি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন দেশের আইন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই আইনটি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এটি একটি যুগোপযোগী আইন এবং ভবিষ্যতের জন্য এটি কল্যাণকর।’ 

সাইবার সিকিউরিটি আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, এই আইন গণমাধ্যম বা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করবে না। বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। 

প্রতিমন্ত্রী এ দিন বঙ্গবন্ধু হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারের লঞ্চ প্যাড উদ্বোধন করেন। এ ছাড়া ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন তিনি। এ সময় আইসিটি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ