রাজশাহীর তানোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিনাশো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ভ্যানটি চালাচ্ছিলেন।
তাঁর নাম মতিউর রহমান মতি। তিনি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার বাসিন্দা। ভ্যান চালানোর পাশাপাশি মৌসুমি আম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মতিউর রহমান আজ সকালে আমবোঝাই একটি ভ্যান নিয়ে উপজেলার মুণ্ডুমালা সাদিপুর থেকে পুঠিয়ার বানেশ্বর হাটের দিকে যাচ্ছিলেন। পথে তানোর-মুণ্ডুমালা চিনাশো এলাকায় ভ্যানের নিচের একটি রড ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের নিমগাছের সঙ্গে ধাক্কা খায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, এ ঘটনায় মতিউরের পরিবারের কোনো অভিযোগ নেই। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।