রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবু হুরায়রা (২৮)। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে।
তাবলীগ জামাতের স্থানীয় আমির আহমদ আলী তরফদার বলেন, গত ১৮ এপ্রিল ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগের ১৮ জনের একটি জামাত রাজশাহীতে আসে। সে দলেরই সদস্য ছিলেন আবু হুরায়রা। আজ সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। এরপর নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আবু হুরায়রার মৃত্যু হয়েছিল। তাঁর স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ বুঝিয়ে দেওয়া হবে।