নওগাঁর নিয়ামতপুরে প্রদীপ মন্ডল (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোকুলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা।
নিহত প্রদীপ মন্ডল ওই গ্রামের সুভাস চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রদীপ মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত শনিবার রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান। আজ ভোরের দিকে বৈদ্যুতিক তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।