হোম > সারা দেশ > জয়পুরহাট

স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

জয়পুরহাট প্রতিনিধি

শিবসমুদ্র সরকারি প্রাথমিক স্কুলের জমি দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মি আখতার অভিযোগ করে জানান, শিবসমুদ্র গ্রামের আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম স্কুলের জমিতে জোরপূর্বক ঘর তুলেছেন। বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান দাগ নম্বর ১১৬৯ ও ১২৭০, খতিয়ান নম্বর ৩৭, আরএস খতিয়ান ১৫৪।

এ ঘটনায় প্রধান শিক্ষিকা সীমানা নির্ধারণের জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেন। ওই আবেদনের পরপরই ইউএনও একটি কমিটি গঠন করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সীমানা নির্ধারণ করে।

এরপর শিক্ষিকা শ্রমিক নিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করলে, আনোয়ার ও সাইফুল বাধা দেন। তাঁরা শিক্ষকদের ভয়ভীতিও দেখান। এরপর তাঁরা স্কুলের জায়গায় ইট, বালু, সিমেন্ট এনে স্থায়ী ঘর তৈরি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার ও সাইফুল দাবি করেন, ওই জায়গার মালিক তাঁরাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের জমি দখলের সুযোগ নেই। আইনি ব্যবস্থার মাধ্যমে জমি ফেরত আনা হবে।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন