হোম > সারা দেশ > নাটোর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে মোমিন আল নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গুপিনাথপুর এলাকার হামিদ আলীর ছেলে মোমিন আলীর সঙ্গে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর গত ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জেরে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে মোমিন। ওই মেয়ে একাধিকবার বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকে মোমিন। অবশেষে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়েটি প্রেমিক মোমিনের বাড়িতে আসে। সেখানে পৌঁছালে তাকে মোমিন ও তাঁর পরিবারের সদস্যরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেটে তালা দিয়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় বসে অনশন শুরু করেন। 

এক পর্যায় মোমিনের প্রতিবেশী দাদা তাঁর বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয়। 

এ বিষয়ে প্রেমিক মোমিন আলী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, আমার সঙ্গে মোমিন আলীর ছয় মাস ধরে সম্পর্ক। আমাকে মোমিন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে। বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনের পথ বেছে নিয়েছি। মোমিন বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এ বিষয়ে এখনো কোনো  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।  

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার