হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ববি উপজেলার উত্তর নাড়ীবাড়ী এলাকার নজরুল ইসলামের মেয়ে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২১ সালের শুরুর দিকে ববি এক যুবককে বিয়ে করে। ওই বছরের ২১ মার্চ ববি তার স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। মোটরসাইকেল দিতে অস্বীকার করায় মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ববি ব্লেড দিয়ে তার মা সেলিনার গলায় পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরদিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন বাদী হয়ে তাঁর ভাগনি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় আদালতের সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ববি দোষী প্রমাণিত হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ববিকে দশ বছরের আটকাদেশ প্রদান করেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল