হোম > সারা দেশ > রাজশাহী

‘সহপাঠীর ছবিতে হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজে মাঠে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর দাবি, সহপাঠীর পোস্ট করা একটি গ্রুপ ছবিতে ‘হাহা’ রিঅ্যাক্ট দেওয়ায়, তাঁরই সহপাঠী তাঁকে ছুরিকাঘাত করেছেন। 

আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজশাহী কলেজ মাঠে এই ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম তিহান (২১)। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

তিহানের সহপাঠী তারেক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ক্লাস শেষে মাঠে রোদে পোহাচ্ছিল তিহান। এ সময় হঠাৎ করে কিছু যুবক এসে তিহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করানো হয়।’ 

আহত তিহান আজকের পত্রিকাকে জানান, তাঁর এক বান্ধবী একটি অনুষ্ঠানের গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এতে ক্ষুব্ধ হন আরেক সহপাঠী কিবরিয়া। মঙ্গলবার রাতে তিনি ফোন করে তিহানকে হুমকি বলেন, ‘কাল (বুধবার) ক্যাম্পাসে আয়, দেখে নেওয়া হবে।’ এরপর দুপুরের দিকে কয়েকজন বখাটেকে সঙ্গে করে নিয়ে আসেন কিবরিয়া। কিবরিয়ার সঙ্গে থাকা একজন তাঁর থাইয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর যেই ছেলেটি ছুরিকাঘাত করেছে সেও এই কলেজের একই বিভাগের ছাত্র। তাঁর নাম কিবরিয়া। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’ 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি দুই বন্ধুর মধ্যে ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। রামেক হাসপাতালে আহত কলেজছাত্রের চিকিৎসা চলছে। এর পাশাপাশি কলেজের ভেতর ঢুকে প্রকাশ্যে হামলা চালানো ওই ছাত্র এবং তাঁর সহযোগীদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে