হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চৌহালীতে মানববন্ধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়ায় কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে চৌহালীর সাংবাদিকরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় ও রাশেদুল হাসান জুয়েলের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্স করা অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কীভাবে পেলেন তা সরকারকে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 

বক্তারা আরও বলেন, ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে হেয় করা হয়েছে। 

আগামী সাত দিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। 

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল লতিফ, মুন্সী আব্দুল লতিফ, আব্দুল জলিল, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪