হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

জানা যায়, শুক্রবার (৯ মে) বিকেলে এলাকাবাসী ওই বাড়ির সব ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খাদিজার ঘর থেকে তাঁরা তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় স্বামী শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

নিহত খাদিজার ভাই রকি হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোনকে তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল। শুক্রবার সকালে আমার বোনের স্বামী শাকিল খাদিজাকে মারপিট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে মারপিট করলে খাদিজা মারা যায়। তার শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।’ তিনি জানান, প্রায় ১ বছর আগে পাগলা গ্রামের আবুল কালামের ছেলে শাকিলের সঙ্গে খাদিজার বিয়ে হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল