সিরাজগঞ্জের তাড়াশে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন বারোয়ারি বটতলা মহল্লার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার থেকে বিকাশ সরকারের ঘরের দরজা তালাবদ্ধ ছিল। গত দুই দিন ধরে স্বজনেরা মোবাইল ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সোমবার রাত ৩টার দিকে বিকাশ সরকারের বাড়িতে গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পায় পুলিশ। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান বিকাশ সরকার, তার স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, রোববার রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময় তাদের কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যা শেষে ঘরের দরজা তালাবদ্ধ করে রাখে দুর্বৃত্তরা।
তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।