হোম > সারা দেশ > নওগাঁ

আত্রাইয়ে আ.লীগের নেতার ওপর দুর্বৃত্তের হামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মান্নান মোল্লা উপজেলার সুদরানা গ্রামের মৃত ছোবহান মোল্লার ছেলে। 

বিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, সমসপাড়া বাজারে দলীয় অফিসে একটি জরুরি সভা ছিল। ওই সভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে মান্নান মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে করে অফিসে আসছিলেন। পথে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছালে এলাকার কতিপয় যুবক তাঁর পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। 

পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, মান্নান মোল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তৎক্ষণাৎ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমসপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি। 

প্রত্যক্ষদর্শী ও বৈঠাখালি গ্রামের ফিরোজ হোসেন বলেন, ‘একটি কাজে মান্নান মোল্লার বাড়িতে গিয়েছিলাম। একসঙ্গে পৃথক মোটরসাইকেলে সমসপাড়া যাচ্ছিলাম। এ সময় ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছালে হামলাকারীরা পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করতে থাকে। রক্তাক্ত অবস্থায় মান্নান মোল্লা দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে আবারও বেধড়ক মারপিট করে।’ 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড