হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর

প্রতিনিধি, পাবনা

আজ রোববার দুপুরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবারের অভিযোগ, রশিদ মোল্লা চিকিৎসকের কাছে যেতে সুজানগর থেকে সিএনজি অটোরিকশা যোগে দুপুরে পাবনার উদ্দেশে রওনা দেন। পাবনা শহরের অনন্ত বাজার পৌঁছালে একদল সন্ত্রাসীরা তাঁকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এরপর রশিদ মোল্লাকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানায় স্বজনরা।

আহত রশিদ মোল্লা বলেন, সন্ত্রাসীরা তাঁকে রড ও জিআই পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে শহরের বাইপাস এলাকায় ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আমরা এ ধরনের একটি খবর পেয়ে তাৎক্ষণিক শহরের বিভিন্ন স্থানে তল্লাশি ও ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের চেষ্টা চালাই। পরে শুনতে পাই তাঁকে শহরের বাইপাসে সন্ত্রাসীরা ফেলে রেখে গেছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর সঙ্গে কথা বলে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা