নাটোরের সিংড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম আনুসা ঘোষ (৭)। সে ওই এলাকার বাসুতোষ ঘোষের মেয়ে।
আনুসার চাচা সমীর ঘোষ আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো রাতে আনুসা তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে সে। পরে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা জানতে চাইলে কিছু না বলে সে শুধু কাঁদতেই থাকে। এ সময় আনুসার পায়ে রক্তসহ সাপের কামড়ের দাগ দেখতে পায় পরিবারের লোকজন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে সাপের বিষক্রিয়ার ফলে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। ফলে চিকিৎসা দেওয়ার মতো সময় ছিল না।’
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর কথা জেনেছেন। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।