হোম > সারা দেশ > নাটোর

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, কাঁদতে কাঁদতে মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম আনুসা ঘোষ (৭)। সে ওই এলাকার বাসুতোষ ঘোষের মেয়ে।

আনুসার চাচা সমীর ঘোষ আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো রাতে আনুসা তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে সে। পরে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা জানতে চাইলে কিছু না বলে সে শুধু কাঁদতেই থাকে। এ সময় আনুসার পায়ে রক্তসহ সাপের কামড়ের দাগ দেখতে পায় পরিবারের লোকজন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে সাপের বিষক্রিয়ার ফলে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। ফলে চিকিৎসা দেওয়ার মতো সময় ছিল না।’

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর কথা জেনেছেন। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল