হোম > সারা দেশ > নাটোর

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, কাঁদতে কাঁদতে মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম আনুসা ঘোষ (৭)। সে ওই এলাকার বাসুতোষ ঘোষের মেয়ে।

আনুসার চাচা সমীর ঘোষ আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো রাতে আনুসা তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে সে। পরে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা জানতে চাইলে কিছু না বলে সে শুধু কাঁদতেই থাকে। এ সময় আনুসার পায়ে রক্তসহ সাপের কামড়ের দাগ দেখতে পায় পরিবারের লোকজন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে সাপের বিষক্রিয়ার ফলে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। ফলে চিকিৎসা দেওয়ার মতো সময় ছিল না।’

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর কথা জেনেছেন। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা