হোম > সারা দেশ > রাজশাহী

অপহরণের শিকার স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র‍্যাব। সেই সঙ্গে তাকে অপহরণের অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মেহেদী হাসান (২৫)। র‍্যাব জানিয়েছে, মেহেদী রাজশাহীর গোদাগাড়ীর একটি কিশোর গ্যাং দলের নেতা।

র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ীর লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় মেহেদীকেও গ্রেপ্তার করা হয়। মেহেদীর বাড়ি লস্করহাটি গ্রামে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন মেহেদী। গত মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে ওই ছাত্রীর বাবা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই র‍্যাব অভিযান চালায়।

র‍্যাবের অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই কিশোরীর চাচাতো ভাইকে অপহরণ করে নিয়ে যান মেহেদী ও তাঁর সহযোগীরা। অপহরণের পর এই এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে রাস্তায় ফেলে যায়। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওই স্কুলছাত্রের বাবা মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্তি পান। এরপরই ওই স্কুলছাত্রের চাচাতো বোনকে অপহরণ করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘মেহেদীকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা স্কুলছাত্রীকেও পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।’ 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার