হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ইউপি সদস্যকে গুলির খবর পেয়ে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মোজাহার আলীকে (৪৫) প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) বলেন, ‘দুটি মোটরসাইকেলে ছয়জন এসে মোজাহার মেম্বারের বাড়ির সামনে থামেন। এ সময় তাঁকে সামনে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তখন মোজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই। একটি মোটরসাইকেল ধরে ফেলার চেষ্টা করি, কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই।’

স্থানীয়রা জানায়, মোজাহার মেম্বারের চিৎকার শুনে এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এলে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ফেলে রেখে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা শুনেছি। তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা