হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল  নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।

সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর