হোম > সারা দেশ > রাজশাহী

ক্রেতা সেজে দোকানে গিয়ে ২ সার ডিলারকে জরিমানা করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীর পবায় সারের দোকানে অভিযানের সময় ইউএনও সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

বেশি দরে সার বিক্রি করায় রাজশাহীর পবার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে গিয়ে বেশি দরে সার বিক্রির প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের সঙ্গে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার ও উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সঙ্গে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় উপজেলার বায়া বাজারের মেসার্স নাহার এন্টারপ্রাইজ ও মেসার্স জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও সোহরাব হোসেন জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার কেনার সুবিধার্থে বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রির তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা সেজে এসে বেশি দরে সার বিক্রি করতে দেখে পবার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার