হোম > সারা দেশ > পাবনা

রাজবাড়ী রেলে লাঞ্ছিতের ঘটনায় ঈশ্বরদীতে বিক্ষোভ মানববন্ধন

ঈশ্বরদীর (পাবনা) প্রতিনিধি

রাজবাড়ী স্টেশনে প্রাচীর নির্মাণকাজের সময় পৌর কাউন্সিলরের হাতে এক রেল কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রেলওয়ে কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পাকশী রেল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাঁরা প্রতিবাদ সমাবেশে কোনো বক্তব্য দেননি।

মিছিলকারীরা ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে যাত্রীবাহী মধুমতি, মহানন্দা ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে কিছু সময় বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন রেল কর্মচারী নাসির উদ্দিন ও শাহনেওয়াজ জুয়েলসহ অনেকে।

এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আবু তৌহির সুমন ও ঈশ্বরদী জংশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা পাকশীর দুজন রেল কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জনিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। জানা গেছে, দীর্ঘদিনের পায়ে চলার পথ বন্ধ করে দিয়ে রাজবাড়ী রেলস্টেশনে সীমানায় প্রাচীর তৈরি করায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত সোমবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ওই রেলস্টেশনের অ্যাকসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শনের কথা ছিল। এ জন্য সোমবার সকালে রাজবাড়ী স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখের ৮৩ নম্বর সেতুর ৪ নম্বর লুপলাইনে ফেন্সিংয়ের কাজ দেখাশোনা কাজ করছিলেন দুজন কর্মকর্তা-কর্মচারী। এ সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল রহমান পলাশসহ ১০-১২ জন এলাকাবাসী ঘটনাস্থলে এসে রেলের ওই দুজন কর্মকর্তা-কর্মচারীকে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বাধা, গালিগালাজ ও ধাক্কা দেন।

এ ঘটনায় সোমবার রাতেই রাজবাড়ী রেল থানায় মামলা করেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। ওই মামলায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা।

প্রকৌশলী গৌতম বিশ্বাস মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, এজাহারের পর পুলিশ শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রাজবাড়ীর ভাবানীপুর এলাকায়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার