নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী (৬০) ও তাঁর পুত্রবধূ লাকি বেগম (৩৫)। লাকি একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, ছোট চৌগ্রামের মাছচাষি হামিদুল ইসলাম তাঁর বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার টেনে পুকুরে সংযোগ দেন। সকালে গৃহবধূ লাকি বেগম সেই রাস্তায় গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী দেখতে পেয়ে পুত্রবধূকে বাঁচাতে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।