হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার ২২ ইউপিতে নৌকার প্রার্থী চূড়ান্ত 

বগুড়া প্রতিনিধি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার পাঁচ উপজেলার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে ওই তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল। 

আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ আল জুয়েল জানান, কেন্দ্র থেকে পঞ্চম ধাপের ২২ ইউপিতে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে জেলা আওয়ামী লীগ একজোট হয়ে কাজ করবে। 

পাঁচ উপজেলার মধ্যে শেরপুর ও শিবগঞ্জের একটি করে, আদমদীঘির ছয়টি, দুপচাঁচিয়ার পাঁচ ও গাবতলী উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার জেলায় মোট ২২টি ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। 

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে মোকাব্বর হোসেন, শিবগঞ্জের মোকামতলায় ওয়াশিম রেজা চৌধুরী, দুপচাঁচিয়া উপজেলার সদর ইউপিতে আব্দুল বাখের সেন্টু, চামরুলে আজমল হোসেন প্রামাণিক, গুনাহারে শাহ আব্দুল খালেক, গোবিন্দপুরে আব্দুর রশিদ মুঞ্জু ও জিয়ানগরে কামরুজ্জামান। 

আদমদীঘি উপজেলায় সদর ইউপিতে জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রামে আব্দুল হক, সান্তাহারে নাহিদ সুলতানা, নশরতপুরে আব্দুর রাজ্জাক, কুন্দগ্রামে শামীম উল ইসলাম ও চাঁপাপুরে শামসুল হক। 

গাবতলী উপজেলার সদর ইউপিতে ফারুক আহম্মেদ, বালিয়াদীঘিতে ইউনুছ আলী, দক্ষিণপাড়ায় রফিকুল ইসলাম, দুর্গাহাটায় আব্দুল মতিন, কাগইলে দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবানে শাকিল ইসলাম বুলেট, নারুয়ামালায় আব্দুল গফুর, নশিপুরে আবুল কালাম আজাদ ও রামেশ্বপুরে সেকেন্দার আলী। 

প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে বগুড়ার ওই ২২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৭ ডিসেম্বর। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে চলতি বছরেরই ৯ ডিসেম্বর।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা