হোম > সারা দেশ > বগুড়া

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলের চালক নিহত শিশুর বাবা।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের কাটাবাড়িয়া সি-ব্লক এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয় লেনে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

হতাহতরা বগুড়া শহরের মিশন হাসপাতাল থেকে আত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের গৃহবধূ জাকিয়া রেজওয়ানা তাছলিমা (২৫) এবং তাঁর ছেলে তামিম ইশরাত তাসফি (৬)। আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা মোস্তাফিজার রহমান মিঠু (৩৫)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত গতির ট্রাকটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। একই লেনে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত অবস্থায় চালককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, নিকটাত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে মোস্তাফিজার রহমান মিঠু পরিবার নিয়ে বগুড়া শহরের মিশন হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানতে চাইলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, মা ও ছেলে নিহত হয়েছেন। মোটরসাইকেল এবং চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালকের নাম-ঠিকানা পরে জানানো হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড