হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মাদ্রাসায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ, ইয়ামিন হোসেন, ফিরোজ হোসেন, শাকিল আহমেদ ও ইয়াসিন আরাফাত আকিব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তাঁর অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত জনতার প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও বলেন, শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাঈদীর কাছে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুপার আবুল হোসেন সাঈদীকে অনিয়মের অভিযোগে ২৮ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন। আজ বৃহস্পতিবার তিনি গোপনে মিটিংয়ের আয়োজন করেন। আমিসহ গ্রামের মুরব্বিরা গিয়ে বলি, আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে।’

সুপার আবুল হোসেন সাঈদী বলেন, ‘আমি ২৮ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয়। আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি। কিন্তু ছাত্রদলের সভাপতি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এই ঘটনা ঘটিয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিভাবক সমাবেশে আমার যোগদান করার কথা ছিল। গিয়ে দেখি, সেখানে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার