হোম > সারা দেশ > জয়পুরহাট

জমি নিয়ে বিরোধ, নারীকে মারধর করে চুল কেটে দিল প্রতিপক্ষ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন। 

আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই। 

ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা। 

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ 

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই