হোম > সারা দেশ > বগুড়া

বাড়ি ফেরার সময় অটোরিকশা উল্টে প্রসূতির মৃত্যু, অক্ষত নবজাতক

বগুড়া প্রতিনিধি

ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ দুজন। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর তিন দিন বয়সী নবজাতক। 

আজ শনিবার উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুথী খাতুন উপজেলার ভাট শিমলা গ্রামের এনামুল হকের স্ত্রী। 

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। উভয় চালক পালিয়ে গেছেন। যুথী খাতুন নামে একজন মারা গেলেও তাঁর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে।’ 

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন একটি সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে ওই ক্লিনিক থেকে যুথী খাতুন তাঁর মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। 

পথিমধ্যে দলগাছা এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিন দিনের নবজাতক অক্ষত থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে