হোম > সারা দেশ > বগুড়া

বাড়ি ফেরার সময় অটোরিকশা উল্টে প্রসূতির মৃত্যু, অক্ষত নবজাতক

বগুড়া প্রতিনিধি

ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ দুজন। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর তিন দিন বয়সী নবজাতক। 

আজ শনিবার উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুথী খাতুন উপজেলার ভাট শিমলা গ্রামের এনামুল হকের স্ত্রী। 

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। উভয় চালক পালিয়ে গেছেন। যুথী খাতুন নামে একজন মারা গেলেও তাঁর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে।’ 

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন একটি সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে ওই ক্লিনিক থেকে যুথী খাতুন তাঁর মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। 

পথিমধ্যে দলগাছা এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিন দিনের নবজাতক অক্ষত থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক