হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অবশেষে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দরে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এর আগে গতকাল রোববার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।’

জানা যায়, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। ফলে পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় বাজারে পেঁয়াজের দাম। বাজারে ভোক্তা-অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা যায়নি।

পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, ‘সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকেলের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন।’

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক ট্রাক পেঁয়াজ এসেছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুরোপুরি শুরু হবে পেঁয়াজ আমদানি।’

উল্লেখ্য, দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ জুন) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার