হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাগিংয়ে জড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার

রাবি প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে রাজশাহী (রাবি) বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশে গত ১২ ডিসেম্বর সিন্ডিকেটের ৫৩৫ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন–বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল। এদের মধ্যে অন্তর বিশ্বাসকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা ও নাবিলকে শুধু ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মধ্যরাতে মানসিক নির্যাতন ও র‍্যাগিংয়ের অভিযোগ উঠে মার্কেটিং বিভাগের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ করেন, র্যাগিংয়ের পাশাপাশি ওই শিক্ষার্থীকে ‘শিবির’ ডেকে নিয়ে এসে মারার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীর নাম মোহাম্মদ রকি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে র্যাগিংয়ের দায়ে আগে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। আমাদের এই প্রশাসন শুরু থেকেই র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ এ ধরনের কাজ করলে, তাদেরও শাস্তির আওতায় আনা হবে। এই বিষয়টি সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান