হোম > সারা দেশ > রাজশাহী

মাদ্রাসায় যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিম সাঈদ রেজা (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঘা-আড়ানী সড়কের আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া রাজারমোড় এলাকায় শিক্ষকের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী শ্যালোচালিত ভটভটির সংঘর্ষ হয়।

নিহত শিক্ষক সেলিম সাঈদ রেজা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি উপজেলার মনিগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন ভটভটিসহ এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ