হোম > সারা দেশ > পাবনা

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গাড়িচালককে হত্যা: বন্ধু মমিন রিমান্ডে

পাবনা প্রতিনিধি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল মমিনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন পাবনা আমলি আদালতের বিচারক শামসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) তহিদ হোসেন। 

এ নিয়ে এসআই তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনার আমলি আদালত-২ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক শামসুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার (২৬ মার্চ) রাতে তাঁকে ঢাকার বাংলামটর এলাকা থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জের র‍্যাবের একটি দল। এর আগে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহের ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে শনিবার রাতেই সম্রাটের বাবা আবু বক্কার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিন ও তাঁর স্ত্রী সীমা ও অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার রাতে বাড়ি থেকে মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার