নওগাঁর নিয়ামতপুরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগে বাবা ও ছেলেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিনকুড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে মো. নাঈম ইসলাম (২২)।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনকুড়ি মোড়ের পাশে একটি ছোট জলাশয়ে ভবন নির্মাণের জন্য ভিত স্থাপন করছিলেন নজরুল ইসলাম ও তাঁর ছেলে। স্থানীয়রা বাধা দিলেও তারা শোনেননি। পরে ভূমি অফিসে অভিযোগ জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বাবা–ছেলেকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করে আসছিলেন। অভিযান পরিচালনা করে তাঁদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।