হোম > সারা দেশ > নওগাঁ

খাস জমিতে ভবন নির্মাণ, বাবা–ছেলের কারাদণ্ড

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগে বাবা ও ছেলেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিনকুড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস। 

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে মো. নাঈম ইসলাম (২২)। 

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনকুড়ি মোড়ের পাশে একটি ছোট জলাশয়ে ভবন নির্মাণের জন্য ভিত স্থাপন করছিলেন নজরুল ইসলাম ও তাঁর ছেলে। স্থানীয়রা বাধা দিলেও তারা শোনেননি। পরে ভূমি অফিসে অভিযোগ জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বাবা–ছেলেকে আটক করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করে আসছিলেন। অভিযান পরিচালনা করে তাঁদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর