হোম > সারা দেশ > রাজশাহী

নৌকার প্রার্থীর ‘চামচাদের’ এলাকাছাড়া করার হুমকি মেয়রের, শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘সেই টোকাই বাহিনীকে ১৮ তারিখের পরেই মাটির সঙ্গে পিষিয়ে দেব, মমিন মন্ডলের (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) একটি চামচাও ভোট গণনার আগে এই উপজেলায় (বেলকুচি) থাকতে পারবে না।’

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারকালে এমন বক্তব্য দেওয়ায় বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা তাঁকে এই নোটিশ দেন।

আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টার সময় সশরীরে হাজির হয়ে মেয়র সাজ্জাদুল হক রেজাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাজ্জাদুল হক রেজা, মেয়র, বেলকুচি পৌরসভা। আপনি স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারকালে এক ভাষণে বলেছেন যে, ‘সেই টোকাই বাহিনীকে ১৮ তারিখের পরেই মাটির সঙ্গে পিষিয়ে দেব, মমিন মন্ডলের একটি চামচাও ভোট গণনার আগে এই উপজেলায় থাকতে পারবে না।’ বক্তব্যটি গত ৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পৌঁছায়। আপনার এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা–৬৬, সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) অধিক্ষেত্রের জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ ক এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ধারা ১১ (ক)–এর লঙ্ঘন মর্মে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়।

এই বিধিভঙের কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে মর্মে আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টার সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়ন সহকারী জজের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে আপনাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে