হোম > সারা দেশ > বগুড়া

চালের চেয়ে গোখাদ্য ভুসির দাম বেশি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষের খাওয়ার চালের চেয়ে গোখাদ্য গমের ভুসির দাম বেশি। বাজারে এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে এক কেজি গোখাদ্য গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া খৈল, খুদও রয়েছে মূল্যবৃদ্ধির তালিকায়। 

জানা গেছে, গোখাদ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন উপজেলার সাধারণ কৃষক ও খামারিরা। গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুধ উৎপাদন ও পশু মোটাতাজাকরণে ব্যয় বেড়েছে কৃষক ও খামারিদের। এতে করে গবাদি পশুপালনে হিমশিম খাচ্ছেন তাঁরা। 

সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে খোলাবাজারে প্রতি কেজি গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, চালের খুদ বিক্রি হচ্ছে ৩৫ টাকায় এবং খৈল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অথচ এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। 

এ বিষয়ে উপজেলার কৈডালা গ্রামের গোখামারি মিজানুর রহমান বলেন, ‘আমি ছোট-বড় মোট ১৮টি গরু পালন করছি। যেভাবে খৈল, ভুসি, খুদসহ গরুর সব খাবারের মূল্য বৃদ্ধি পাচ্ছে; তাতে গরু লালন-পালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

উপজেলার সিধইল গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, ‘আমার ৪টি গাভিসহ ৯টি গরু ছিল। খড়, খৈল, ভুসি ও খুদের যে দাম, তাতে ৫০ টাকায় দুধ বিক্রি করে পোষাচ্ছে না। এ জন্য ছয়টি গরু বিক্রি করে তিনটি গরু লালন-পালন করছি।

নন্দিগ্রাম বাজারের গোখাদ্য বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের তো কিছু করার নেই। বেশি দামে গোখাদ্য কিনে আনতে হয়। তাই বেশি দামে বেচতে হয়। আগের চেয়ে বেচাবিক্রি অনেক কমে গেছে।’

এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ‘কৃষক ও খামারিদের সব ধরনের সেবা ও পরামর্শ আমরা দিচ্ছি। পশুখাদ্যের মূল্য বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার