হোম > সারা দেশ > নাটোর

গমখেতে মিলল ১ দিনের নবজাতক

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গমখেত থেকে এক দিনের শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

শিশুটিকে উদ্ধারকারী দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া গ্রামের ভ্যানচালক মো. বাবুল হোসেন (৫৫) বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রামপাড়া-রাধাকান্তপুর রাস্তায় হাঁটতে বের হন। সকাল ৬টার দিকে রাধাকান্তপুরে হাকিম পীরের আস্তানার পূর্ব পাশে গমের খেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান প্রিন্টের শাড়ি দিয়ে প্যাঁচানো সদ্য প্রসবকৃত একটি ছেলেশিশু। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

বাবুল হোসেনের স্ত্রী মোছা. মানজেরা খাতুন বলেন, তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁরা এখন বড় হয়ে গেছে। অজ্ঞাত এই শিশুটিকে এখন নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান তিনি। 

মো. বাবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আলী হাসান (২৬) বলেন, তাঁর বাবা-মা শিশুটিকে দত্তক নিতে চান। এতে তাঁদের দুই ভাইয়েরই মত রয়েছে। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, উদ্ধারকৃত এক দিনের শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। সে শারীরিকভাবে সুস্থ আছে। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। এখন সে বাবুল হোসেনের পরিবারের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ