হোম > সারা দেশ > নাটোর

সিংড়ায় ট্রাক্টর চাপায় স্কুলশিক্ষক নিহত, চালক আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় নাইচ নামের অপর এক আটো ভ্যানগাড়ি চালক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েস গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পর বালুবাহী ট্রাক্টর চালক সাকিলকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক চালক সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাক কয়েকটি ভ্যান গাড়ি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহত শিক্ষকের মৃতদেহ চৌগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বলেন, ট্রাক্টরটি ও চালককে আটক করা হয়েছে। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান ওসি।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা