হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশ হেফাজতে বিএনপি নেতা অসুস্থ, হাসপাতালের সিসিইউতে ভর্তি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে অটোরিকশা ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি বিএনপি নেতা মিজানুর রহমান হান্নান (৫০) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

হান্নান গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার নামে থানায় কোনো মামলা নেই।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী থানা-পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গেলে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

রাত ৮ টার দিকে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে।

মিজানুর রহমান হান্নানের জামাই শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বিএনপির রাজনীতি করলেও তার নামে কোনো মামলা নাই। আজ শনিবার সন্ধ্যার পর তিনি উজগ্রাম বাজারে গেলে পুলিশ তাকে আটক করে।’

তিনি বলেন, ‘আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত। আরও দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেপ্তারের পর আবারও হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করায়। সেখানে আমার শ্বশুর সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’

স্বামীর অসুস্থতার খবর শুনে আমার শাশুড়ি পারভিন বেগম হাসপাতালে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিমুল।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ নভেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাঁচ মাইল বাজারে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই  মামলায় এজাহারে মিজানুর রহমান হান্নানের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে তদন্তে তার নাম পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

ওসি আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি হান্নানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার