হোম > সারা দেশ > নাটোর

ছাগল খেত নষ্ট করায় মারামারি, আহত ১৮ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ছাগল নিয়ে দ্বন্দ্বে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। 

আহতরা হলেন—উপজেলার বড় পিঙ্গইন গ্রামের জাহিদুল ইসলাম (৪২), জামিন প্রাং (৪০), মল্লিকপুর গ্রামের সিয়াম হোসেন (২০), সোহেল রানা (২২), যুবায়ের হোসেন (২৩), রফিকুল ইসলাম (৫০), আজাহার আলী (৫৫), খালিদ হাসান (৩২), বাবুল হোসেন (৩৫), রিনা বেগম (৪৫), তহমিনা বেগম (৩০), কছিমুদ্দিন (৪৫), কাজল হোসেন (৩০), ওবায়দুল্লাহ (৪৫), মালু মন্ডল (৬০), আব্দুস সালাম (৪০), শাওন হোসেন (২৯) ও সাইদুল ইসলাম (৪০)। 

আহত জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পটলের জমি ছাগল নষ্ট করে। রফিকুল ইসলাম সেই ছাগল তারিয়ে দিতে গিয়ে বড়াল নদীতে পড়ে যায়। সেই বিষয় নিয়ে প্রতীবেশী আব্দুস সালামের ব্যক্তির সঙ্গে হাতাহাতি হয়। গতকাল শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় বাবুল হোসেন ও তাঁর লোকজন রফিকুল ইসলামকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও মারপিট করে।’ 

বাবুল হোসেন বলেন, ‘রফিকুল ইসলাম ছাগলকে মারপিট করে। আব্দুস সালাম সেটির প্রতিবাদ করলে তাঁকে মারপিট করে। সেই ঘটনায় শুক্রবার রাতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।’ 

রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও বাবুল হোসেনরা এলাকায় জুলুমবাজ লোক হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার তাদের প্রতিবেশী ১১ বছরের ও আড়াই বছরের শিশুকে মারপিট করে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’ 

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ১০ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ছাগল নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন রফিকুল ইসলাম। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা ছলছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের