হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের ছয় দিন পর সিরাজগঞ্জের সলঙ্গা থেকে রাশিদুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ইসলা দিঘর গ্রামে অচিন্ত্য তালুকদারের বাঁশবাগান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। 

নিহত স্কুলছাত্র রাশিদুল ইসলাম রায়গঞ্জ থানার ধামাইনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

নিহতের বড় ভাই তারিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল ৭টায় রাশিদুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন স্থানে রাশিদুলকে খোঁজাখুঁজি করে। পরদিন শুক্রবার রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।’ 

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান রহমান বলেন, ‘স্কুলছাত্র রাশিদুল ছয় দিন যাবৎ নিখোঁজ ছিল বলে পরিবারের দাবি। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খবর দিলে সলঙ্গা থানার ইসলা দিঘর গ্রামে অচিন্ত্য তালুকদারের বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় হত্যা মামলার দায়ের করা হয়েছে।’ 

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল